সুরাহ লুকমান এর কিছু গুরুত্বপূর্ন কথা

সুরাহ লুকমান এর কিছু গুরুত্বপূর্ন কথা
Photo by GR Stocks / Unsplash

সুরাহ লুকমান কুরআন শরিফের ৩১ তম সুরাহ। এর আয়াত সংখা ৩৪ এবং এটি একটি মাক্কী সুরাহ। সুরাহটিতে লুকমান এর সম্পর্কে বলা হয়েছে। অনেকে লুকমানকে লুকমান (আঃ) বলে তবে কুরআনে স্পষ্ঠভাবে বলা নেই যে তিনি নবী ছিলেন কিনা।

সুরাটিতে বিশেষ কিছু জিনিস বলা হয়েছেঃ

  • নামাজ যেমন গুরুত্বপূর্ণ, যাকাতও তেমন গুরুত্বপূর্ণ। যেখানেই নামাজের কথা এসেছে, সেখানেই যাকাতের কথা এসেছে।
  • আল্লাহ সুবহানুওয়া তা'আলা বলেছেন "আমার ও তোমার বাবা মা এর শুকরিয়া আদায় করো"। একই বাক্যে তার পাশে বাবা মা এর কথা বলে তাদের মর্যাদার সম্পর্কে ধারনা দিয়েছেন। বলেছেন যদি তারা কুফরি করতে বলে তবে তাদের কথা শুনা যাবেনা তবুও তাদের সাথে ভাল ব্যবহার করতে হবে। বরং অনুসরন করতে হবে নেককার লোকদের।
  • লুকমান (আঃ) বলেছেন তার সন্তানকে যে "আল্লাহর সাথে শিরক করোনা কেননা তা সবচেয়ে বড় জুলুম"।
  • আল্লাহ তা'আলা বলেছেন "আমার সাথে শিরক করোনা আর সৎ কাজের উপদেশ ও অসৎ কাজে বাধা দান করো"। সুতরাং সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করা ততটাই গুরুত্বপূর্ন যতটা শিরক না করা।
  • যদি সকল গাছ হতো কলম আর সমুদ্র হতো কালি, আরও সমান পরিমান সমুদ্র সাথে আনা হলেও আল্লাহর বানি (কালাম) লিখে শেষ করা যাবেনা।

এই সুরাহ থেকেই আইডিয়া পাওয়া যায় যে কিভাবে জীবন যাপন করতে হবে। কিভাবে আল্লাহ তা'আলাকে পাওয়া যাবে। ঈমানের বেসিক জিনিসগুলো এই সুরাহ থেকে জানা যায়। তার সাথে লুকমান (আঃ) সম্পর্কেও বুঝা যায় যে তিনি কতটা জ্ঞানী ব্যাক্তি ছিলেন।

আল্লাহ আমাদের বুঝে শুনে সুন্দরভাবে কুরআন পড়ার ও সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।