আমার কথা
প্রতিটি মুসলমানেরই ইচ্ছা থাকে কিভাবে ছোট এই জীবনে অনেক আমল করা যায়। সময়ের মূল্য বর্তমানে অপচয়ের একেবারে চূরান্ত পর্যায়ে পৌছিয়েছে। আমরা সকলেই প্রচুর পরিমানে সময়ের অবহেলা করে থাকি। তার উপরে রুজি রোজগারের পেছনে ছুটতে গিয়ে আমাদের তেমন একটা আমলই করা হয়না। কেননা আমল করার জন্য তেমন একটা সময় আমরা বের করতে পারিনা। অথচ দুনিয়ার জীবন ধোকা ছাড়া কিছুই না। সাহাবী ভাইয়েরা আমলের দিক থেকে যেমন ছিলেন এগিয়ে, দুনিয়ার জীবনে ছিলেন দুনিয়া বিমূখ। এমন অবস্থায় আমরা যদি হেলায় কাটিয়ে দেই তার পরিনাম তেমন একটা ভাল হবেনা।
লেখালেখির কোন ইচ্ছা আমার কখনো ছিলোনা। তবুও এই সামান্য লেখার প্রচেষ্টার শুরু হয়েছে নিজের জন্যই মূলত। দীর্ঘদিন জাবৎ বিভিন্ন হাদিস থেকে বিভিন্ন দোয়া যিকিরগুলো একত্রিত করেছি। নিজের পছন্দ মতো কিছু আমল বেছে নিয়েছি। এমন এমন আমলগুলোই বেছে নিয়েছি যেগুলো আমাদের মতো ব্যাস্ত মানুষরা করতে পারে সহজেই। সেগুলোই বিতরন করার ইচ্ছা থেকেই এই লেখালেখির শুরু। তবে ব্লগটা প্রথমত আমার নিজের জন্য কেননা আমি নিজেই অনুরুপ আমলকারী। এরপর সেই সকল ভাইদের জন্য যারা যৌবনে দুনিয়াবি কাজে ব্যাস্ত। যারা চাকুরীজীবি, সময় বেশি একটা পায়না তাদের জন্য।
এই খানে সহজ সহজ সকল আমল দেয়া হবে যা অনেক ফজিলতপূর্ন। প্রতিদিন সামান্য সময় ব্যায় করলেই তা পালন করা যায়। ধাপে ধাপে আমলগুলো দেয়া হবে যেনো দিনে দিনে প্রচেষ্টার মাধ্যমে পুরোটা আয়ত্ত করা যায়। সেই সাথে সহজ কিছু সুরাহ এবং কিছু রুকাইয়াও যোগ করা হবে। বর্তমানে ব্লাক ম্যাজিকের ভয়াবহতার কথা চিন্তা করেই আমি মনে করি সকল মানুষেরই বেসিক রুকাইয়াটুকু জানা প্রয়োজন।
আমার জন্য দোয়া করবেন সকলে।
-- আহমাদুল্লাহ