সময়কে কাজে লাগাই

সময়কে কাজে লাগাই
Photo by Aron Visuals / Unsplash

পূর্বসূরীদের কেউ কেউ মৃত্যুর সময় দুঃখ প্রকাশ করে বলতেন, ‘এই দুঃখে কাঁদছি যে, সিয়াম পালনকারীরা আল্লাহর জন্য সিয়াম পালন করবে, কিন্তু আমি পারব না। সালাত আদায়কারীরা সালাত আদায় করবে, কিন্তু আমি পারব না। স্মরণকারীরা আল্লাহকে স্মরণ করবে, কিন্তু আমি পারব না। এটাই আমাকে কাঁদাচ্ছে।'


পুণ্যবান লোকেরা আরও বেশি পুণ্যকর্ম না করতে পারায় দুঃখ প্রকাশ করে। তা হলে পাপীদের অবস্থা কেমন হওয়া উচিত?!


মৃত ব্যক্তিরা কবরে আক্ষেপ করতে থাকে যে, তারা যদি আরেকটু বেশি তাসবীহ পাঠ করতে পারত কিংবা আরও এক রাকাআত সালাত বেশি আদায় করতে পারত! কেউ তো এ-উদ্দেশ্যে পৃথিবীতে ফিরে আসার প্রার্থনাও করে, কিন্তু ফিরে আসা সম্ভব নয়। কারণ তাদের মাঝে এবং তাদের আমলের মাঝে অন্তরায় সৃষ্টি হয়েছে।


কোনো এক পূর্বসূরী বলেছেন, ‘যে-দিনটাতে মুমিন বেঁচে থাকে, এমন প্রত্যেক দিনই সুবর্ণ সুযোগ।'


জীবনের যে সময়টুকু পার হয়ে গিয়েছে, হোক সেটা সুদীর্ঘ, সে-সময়টুকুর স্বাদ তো নিঃশেষ হয়ে গিয়েছে, কিন্তু কৃতফল তো রয়ে গেছে। মৃত্যু ও এর নির্দিষ্ট সময় যখন হাজির হয়, তখন মনে হয়, যদি মৃত্যু না হতো!


আল্লাহ তাআলা বলেছেন, “ভেবে দেখো, আমি যদি তাদেরকে দীর্ঘকাল ভোগ-বিলাস করতে দেই, এবং পরে যে-বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছিল, তা তাদের কাছে এসে পড়ে, তখন তাদের ভোগ-বিলাসের উপকরণ কি তাদের কোনো কাজে আসবে?” [সূরা শুআরা, ২৬: ২০৫-২০৭]

  • হে ত্রিশ বছরের যুবকেরা, অল্প সময়ে ব্যবধানে তোমরা যুবক হয়ে গিয়েছ, অথচ তোমাদের কোনো আক্ষেপ নেই!
  • হে চল্লিশ বছরের প্রৌঢ়েরা, শৈশব তো কবেই শেষ হয়েছে, অথচ এখনো তোমরা খেলায় মত্ত!
  • হে পঞ্চাশের প্রবীণেরা, শত বছরের অর্ধেককাল পার করেছ, অথচ এখনো সুবিচার শিখলে না!
  • হে ষাটের বৃদ্ধরা, তোমরা তো মৃত্যুর রণক্ষেত্রে পৌঁছে গিয়েছ, অথচ এখনো অনর্থক খেল-তামাশা ও হাসি-আনন্দে ব্যস্ত! তোমরা তো অনেক সময় নষ্ট করে দিলে।


একবার ফুদাইল (রহিমাহুল্লাহ) একলোককে জিজ্ঞেস করলেন, ‘বয়স কত হলো?’ লোকটি উত্তর দিলো, “ষাট বছর।” তিনি তাকে বললেন, ‘ষাট বছর ধরে তুমি তোমার প্রভুর পথে হাঁটছো, অচিরেই পৌঁছে যাবে।”


হে বৃদ্ধ, বয়স বেশি হওয়ায় আনন্দিত হচ্ছ? তুমি তো বয়স বেশি হওয়ায় আনন্দিত হচ্ছ না, প্রকৃতপক্ষে তোমার বয়স কমে যাচ্ছে, ফলে তুমি আনন্দিত হচ্ছ!


আবুদ দারদা (রদিয়াল্লাহু আনহু) এবং হাসান (রহিমাহুল্লাহ) বলেছেন, 'তুমি কয়েকটি দিনের সমষ্টি। যখনই তোমার থেকে একটি দিন চলে যায়, তখনই তোমার একটি অংশ শেষ হয়ে যায়।'

সুতরাং, সময়কে কাজে লাগাই আমরা সকলে।

-- Wafilife.com থেকে সংগৃহীত